১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

পরীবাগে বাসা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

-

রাজধানীর পরীবাগে একটি বাসা থেকে উদয় বিন নুর অগ্নি (১৮) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় পরীবাগের একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়ে।
শাহবাগ থানার এসআই মাহবুব আলম জানান, শিক্ষার্থী অগ্নি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সোহাগ হাজারীর ছেলে। পরীবাগের বাসায় পরিবারের সাথে বসবাস করত। সে লয়েন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল বড়।
এসআই মাহবুব আলম বলেন, খবর পেয়ে পরীবাগের বাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে অগ্নি বাসার বেড রুমের ফ্যানের সাথে ওই ঘরের জানালার পর্দা গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।


আরো সংবাদ



premium cement