বিসিসির কাউন্সিলরকে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতি
- বরিশাল ব্যুরো
- ০৮ নভেম্বর ২০১৯, ০০:০৭
বরিশাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাকে মহানগর আওয়ামী লীগের সদস্য পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সদস্য পদ থেকে তৌহিদুল ইসলাম বাদশাকে অব্যাহতি দিয়ে মহানগরের সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি অনুপ্রবেশকারীর তালিকায় মহানগর আওয়ামী লীগের সদস্য তৌহিদুল ইসলাম বাদশার নাম রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা