২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

দুর্নীতিমুক্ত দেশ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই ছাত্রশিবির

-

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম বলেন, আদর্শিক শিক্ষা না থাকার কারণে সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে। জাতির দুর্ভাগ্য, এ দেশের শিক্ষিতরাই জনগণকে বঞ্চিত করছে এবং জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। এ অবস্থায় দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন ও দেশকে এগিয়ে নিতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। আজকের প্রেক্ষাপটে ইসলামী শিক্ষাব্যবস্থা ছাড়া আদর্শ নাগরিক গড়ে তোলা সম্ভব নয়।
তিনি গতকাল রাজধানীর এক মিলনায়তনে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা আয়োজিত ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ইসলামবিহীন সেকুলার শিক্ষাব্যবস্থা জাতির জন্য অভিশাপ হবে, তা বহু বছর আগেই বুঝতে পেরেছিলেন শহীদ আবদুল মালেক। তার আশঙ্কাই আজকের বাস্তবতা। শহীদ আবদুল মালেক ও তার সাথীরা ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে সংগ্রাম করতে গিয়ে ইসলামবিদ্বেষী বাম সংগঠনের সন্ত্রাসীদের দ্বারা আহত হন। শাহাদতবরণ করেন শহীদ আবদুল মালেক।
হত্যাকারীরা আজ ছাত্রজনতার কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। অন্য দিকে নতুন প্রজন্মের কাছে শহীদ আবদুল মালেক একটি চেতনা, একটি ইতিহাস, একটি প্রেরণার নাম। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement