০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা

আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে রায় ১৫ জুলাই

-

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় ১৫ জুলাই ধার্য করা হয়েছে। গতকাল এ মামলায় ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেনের আদালতে রায়ের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা এক দরখাস্ত দিয়ে আদালতে বলেন, মামলাটির কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী বাকি রয়েছেন। তাদের জেরা করার জন্য আমরা উচ্চ আদালতে আবেদন করেছি। বর্তমানে তা শুনানির অপেক্ষায় রয়েছে।’ সে জন্য রায়ের তারিখ স্থগিত রেখে সময় দেয়া প্রয়োজন। রাষ্ট্রপক্ষ সময়ের বিরোধিতা করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সময় আবেদন মঞ্জুর করেন। আগামী ১৫ জুলাই রায়ের জন্য দিন ধার্য এবং একই সাথে আসামিপক্ষ উচ্চ আদালতের আদেশ দাখিলের নির্দেশ দেন। এই সময় আবদুল্লাহ আল নোমান আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ৭ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ওপর অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর নোমানের সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করে দুদক। ওই বছরের ২৬ অক্টোবর নোমান নোটিশ গ্রহণ করেন। নোটিশ পাওয়ার পর তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বৃদ্ধির জন্য কোনো আবেদনও করেননি। এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানায় দুদকের কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ বাদি হয়ে নোমানের বিরুদ্ধে মামলা করেন। ২০০০ সালের ৩০ মে নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলার ৮ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ৭ জন সাক্ষ্য দেন।


আরো সংবাদ



premium cement
পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবিতে আমৃত্যু গণঅনশন আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় হয় না : শিক্ষা উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রিমান্ড শেষে কারাগারে চট্টগ্রামে আ’লীগ নেতা ফখরুল আনোয়ার গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভাই নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করল ইরান রাজধানীর খালগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে হবে : উপদেষ্টা ঘন কুয়াশায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫ বগুড়ায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৭ ডাকাত গ্রেফতার যে কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : মুজিবুর রহমান

সকল