২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

গুম খুন হওয়া স্বজনদের আর্থিক সহায়তা প্রদান

-

বিগত দিনে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গুম, খুন ও নিহত হওয়া নেতাকর্মীদের অসহায় পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুদানের এই অর্থ অসহায় পরিবারগুলোর সদস্যদের হাতে তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহসভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ঢাকা জেলার সভাপতি আব্দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement