ঈদের আগেই এক্সেস রোডের দক্ষিণাংশ চলাচল উপযোগী হবে : চসিক মেয়র
- চট্টগ্রাম ব্যুরো
- ২৩ মে ২০১৯, ০০:০০
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পোর্ট কানেকটিং ও আগ্রাবাদ এক্সেস রোডের কার্পেটিং লেয়ারের কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে পোর্ট কানেকটিং রোডের নিমতলা এবং পরে পোর্ট কানেকটিং জংশনে আগ্রাবাদ এক্সেস রোডের কার্পেটিংয়ের কাজ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এই সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলুন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব,নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, অসীম বড়–য়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র বলেন, এই দু’টি সড়ক নগরীর জনবহুল এলাকা ও অত্যন্ত ব্যস্ততম সড়ক। এই রোড দু’টিতে উন্নয়নকাজ চলাকালীন সময় অত্র এলাকার বাসিন্দারা অনেক কষ্ট সহ্য করেছেন, সেজন্য সিটি মেয়র তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সাথে এই সড়ক দু’টি সরাসরি সংযুক্ত। প্রতিদিন প্রায় ১০-১২ হাজার গাড়ি এই সড়ক দু’টি দিয়ে চলাচল করে। ব্যস্ততম এই সড়ক দু’টির কাজের গুণগত মান উন্নততর ভাবে করা হচ্ছে।
এই কাজের গুণগত মান দেখভাল করছেন জাইকার বিশেষজ্ঞ দল। সড়ক দু’টিতে প্রায় সাড়ে ৯ ইঞ্চি পুরু এবং ৩টি ফেইসে সড়ক দু’টি কার্পেটিং করা হবে। তিনি বলেন, আসন্ন ঈদের আগেই পোর্ট কানেকটিং রোডের নিমতলা থেকে তাসফিয়া পর্যন্ত রাস্তার পূর্বাংশ এবং বেপারীপাড়া থেকে এক্সেস রোডের দক্ষিণাংশ মিডিয়ান ব্লকসহ কার্পেটিং লেয়ারের কাজ শতভাগ সম্পন্ন করে জনচলাচলের উপযোগী করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা