দৌলতদিয়ায় ৪ কিমি. জুড়ে যানবাহনের দীর্ঘ সারি
- রাজবাড়ী সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরিফের বার্ষিক ওরস শেষে ফেরা গাড়ির চাপে বুধবার বিকেলে দৌলতদিয়ায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। বিকেল সাড়ে ৫টা নাগাদ ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত প্রায় ৪ কিমি. জুড়ে মহাসড়কে আটকে পড়ে শত শত যানবাহন।
বিআইডব্লিউটিসি ও অন্যান্য সূত্র জানায়, তিন দিনের বার্ষিক ওরস শেষে বুধবার চন্দ্রপাড়া দরবার শরিফে আখেরি মুনাজাত হয়। ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শত শত যানবাহনে গিয়ে অসংখ্য ভক্ত ওরসে অংশ নেন। এসব যানবাহন একযোগে ফিরতে শুরু করায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে করে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে দুর্ভোগ কিছুটা কমাতে ঘাট কর্তৃপক্ষ যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে ফেরি পার করছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, নিয়মিত যানবাহনের সাথে ওরস ফেরত গাড়িগুলো একযোগে ছেড়ে আসায় ঘাট এলাকায় দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যাত্রীবাহী যানবাহনকে অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে। রুটে পর্যাপ্ত ফেরি রয়েছে। আটকে পড়া যানবাহনগুলোকে দ্রুত পর্যায়ক্রমে পার করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা