কুরআনিক স্টার নারায়ণগঞ্জ জোনের বাছাইপর্ব সম্পন্ন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১, আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৪
কুরআনিক স্টার নারায়ণগঞ্জ জোনের বাছাইপর্ব সম্পন্ন
আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা কুরআনিক ২০২০-এর নারায়ণগঞ্জ বাছাইপর্ব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় শতাধিক প্রতিষ্ঠান থেকে কুরআন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
বিজয়ীদেরকে সিলেক্টেড কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবু তৈয়ব, ভাইস প্রিন্সিপাল তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখা। প্রধান অতিথি ছিলেন ড. আবুল বুরহান ভাইস চেয়ারম্যান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, উদ্বোধক হিসেবে ছিলেন মাওলানা কবির হোসাইন ও আহলুল হুফফাজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা