২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

৭ ঘণ্টা স্পেসওয়াক করলেন নাসার দুই নভোচারী

-

আমেরিকার দুই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) বাইরে এসে শুক্রবার প্রায় সাত ঘণ্টার একটি স্পেসওয়াক (মহাকাশযানের বাইরে এসে কাজ করা) শেষ করেছেন।

অক্টোবরে পাঁচটি স্পেসওয়াকের সিরিজের দ্বিতীয়টিতে স্টেশন পোর্ট ট্রাসের বাইরে গিয়ে তারা ব্যাটারি প্রতিস্থাপন করেন।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানায়, নভোচারী ক্রিস্টিনা কোচ এবং অ্যান্ড্রু মরগান প্রায় ছয় ঘণ্টা ৪৫ মিনিট স্থায়ী স্পেসওয়াকটি শেষ করেছেন আমেরিকান ইস্টার্ন সময় অনুযায়ী দুপুর ২টা ২৩ মিনিটে।

এ দুই মহাকাশচারী স্টেশন পোর্ট ট্রাসের বাইরে পুরানো নিকেল হাইড্রোজেন ব্যাটারির পরিবর্তে নতুন ব্যাটারি প্রতিস্থাপন করেন। একই রকম কাজ করার জন্য এর আগে গত রোববারও তারা সাত ঘণ্টা স্পেসওয়াক করেন।

নাসা জানায়, নতুন এ ব্যাটারিগুলো আগের চেয়ে কম ভর ও উন্নত মানের শক্তিসম্পন্ন এবং নিকেল হাইড্রোজেন ব্যাটারির চেয়ে কম আয়তনের।

নাসার মতে, আগামী তিন মাসের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মহাকাশচারীরা আরো আটটি স্পেসওয়াকের পরিকল্পনা করছে, যা ২০১১ সালে স্পেস স্টেশনে শেষ করা কার্যক্রমের একটি পরবর্তী ধাপে যাওয়ার প্রমাণ হিসেবে ধরা যায়।

আগামী ১৬ অক্টোবর মরগান ও নাসার মহাকাশচারী জেসিকা মেইরের আইএসএস এর বাইরে একটি স্পেসওয়াকে ব্যাটারি প্রতিস্থাপন কার্যক্রমে অংশ নেয়ার কথা রয়েছে।

মহাকাশ স্টেশন কর্মীরা স্টেশনের বাইরে প্রদক্ষিণমান পরীক্ষাগারের রক্ষণাবেক্ষণের জন্য ২২০টি স্পেসওয়াক পরিচালনা করেছেন, যাতে মোট ৫৭ দিন, ১৩ ঘণ্টা ও ১২ মিনিট ব্যয় হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
৫ দফা দাবিতে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসদের কর্মবিরতি আগামী নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বিএনপি : এ্যানী আমির হোসেন আমুসহ নতুন মামলায় গ্রেফতার ৮ এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত রমজানে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন আফ্রিকার আসক্তিকর ওপিওয়েড সংকটে ইন্ধন দিচ্ছে যে ভারতীয় কোম্পানি মালয়েশিয়ায় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশী নিহত, অগ্নিদগ্ধ ২ দুই পরিবর্তন নিয়ে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ অপকর্মে জড়িত হলে তাদের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থাগ্রহণ করবে যুবদল বিদেশে আমাদের বন্ধু থাকবে প্রভু নয় : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিরাপত্তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে বিডিআর হত্যাকাণ্ড

সকল