০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

'গুপ্ত হামলা'য় সৌদি তেলবাহী জাহাজের ব্যাপক ক্ষতি

দুটি তেলের জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা - ছবি : সংগ্রহ

সৌদি আরবের কয়েকটি তেলবাহী জাহাজ 'গুপ্ত হামলার' শিকার হয়েছে বলে জানিয়েছেন সৌদি জ্বালানি মন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে রবিবার এই ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

একটি বিবৃতিতে সৌদি জ্বালানি মন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছেন, ফুজাইরাহ বন্দরের কাছাকাছি ওই হামলায় জাহাজগুলোর 'অনেক' ক্ষয়ক্ষতি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, অনেক গুলো দেশের নাগরিক থাকা চারটি জাহাজ হামলার শিকার হয়। তবে হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলার এই ঘটনা 'উদ্বেগজনক ও ভীতিকর' এবং এর পূর্ণ তদন্তের আহবান জানিয়েছেন।

এরপর থেকে ওই এলাকায় উত্তেজনা চলছে। এখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক পঞ্চমাংশ রপ্তানি হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের বাহিনী ও নৌ চলাচলের ওপর ইরানের হুমকির 'পরিষ্কার ইঙ্গিত' পাওয়ার কথা জানিয়ে কিছুদিন আগে ওই এলাকায় অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

তবে ওই অভিযোগকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে ইরান।

'গুপ্ত হামলা' সম্পর্কে যা জানা যাচ্ছে
''আরব উপসাগর অতিক্রমের সময় আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছাকাছি এলাকায় দুটি সৌদি তেলের জাহাজ গুপ্ত হামলার শিকার হয়েছে।'' সৌদি আরবের রাষ্ট্রীয় প্রেস এজেন্সি ফালিহকে উদ্ধৃত করে খবর দিয়েছে।

''দুইটি জাহাজের একটি সৌদি অপরিশোধিত তেল নিয়ে রাস তারুনা বন্দর থেকে যুক্তরাষ্ট্রের সৌদি আরামকোর গ্রাহকদের উদ্দেশে যাচ্ছিল।''

হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে দুটি জাহাজের বড় ধরণের ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ফালিহ বলছেন, ''সাগরে নৌচলাচলের এবং তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব রয়েছে।''

তবে ফুজাইরাহ বন্দরে রবিবার বিস্ফোরণের যে খবর দিয়েছিল আরব আমিরাতের গণমাধ্যম, তা নাকচ করে দিয়েছিল আমিরাতের সরকার।

ওই এলাকা দিয়ে নৌযান চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম কর্তৃপক্ষ।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
খালেদা জিয়ার সাথে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অডিটের খরচ তুলতে টাকা উত্তোলন, সাময়িক বরখাস্ত হিসাবরক্ষক ৯০ বাংলাদেশী জেলে ও নৌকর্মীকে হস্তান্তর করেছে ভারত চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের অভিযোগ ‘জনগণকে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করা হবে’ ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার আড়াইহাজারে গ্রামবাসীর বসতঘরে হামলা ‘গণপিটুনিতে নিহত ডাকাত সহযোগীদের’ মুন্সীগঞ্জে ছাত্রলীগের সাথে ছাত্রদলের সংঘর্ষে আহত ১২ প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির ঢাবিতে ২৪৪ কোটি টাকা ব্যায়ে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ খালেদা জিয়া সাথে সাক্ষাৎ করলেন অলি, প্রবেশ করলেন স্থায়ী কমিটির সদস্যরা

সকল