সিরিয়ায় সর্বশেষ ঘাঁটি থেকেও চলে যাচ্ছে আইএস সদস্যরা!
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০১৯, ১১:০৩
সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি থেকে প্রায় ৫ হাজার লোক অন্যত্র চলে গেছে। সোমবার থেকে ওই এলাকা ত্যাগ করা এসব লোকজনের মধ্যে আইএসের প্রায় পাঁচশ’ যোদ্ধাও রয়েছে।। এ অঞ্চলে আইএস ক্রমশই তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সেপ্টেম্বর মাস থেকে পূর্বাঞ্চলীয় প্রদেশ দির এজোর থেকে আইএস সদস্যদের হটাতে লড়াই চালিয়ে যাচ্ছে।
মানবাধিকার সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘সোমবার থেকে প্রায় ৪ হাজার ৯শ’ লোক দির এজোর প্রদেশ থেকে অন্যত্র চলে যায়। এদের অধিকাংশই নারী। এসব লোকের মধ্যে ৩ হাজার ৫শ’ জন মঙ্গলবার ওই এলাকা ছেড়ে যায়।’
পর্যবেক্ষণ সংস্থা জানায়, বেসামরিক লোকদের অধিকাংশই আইএস সদস্যদের পরিবারের সদস্য।
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএল) ভাড়া করা ট্রাকে করে তাদেরকে অন্যত্র সরিয়ে নেয়া হয়।
এসডিএফ একটি কুর্দি নেতৃত্বাধীন জোট। তারা আইএসের বিরুদ্ধে লড়াই করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা