১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের নির্দেশপত্রে সই

সিরিয়ায় মার্কিন বাহিনী - ছবি : সংগৃহীত

সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের নির্দেশপত্র স্বাক্ষর করা হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে দেশটিতে এসব সৈন্য মোতায়েন করা হয়। রোববার মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র একথা জানান। 
বিদায় প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এতে স্বাক্ষর করেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে মুখপাত্র এএফপিকে বলেন, ‘নির্দেশপত্রটি স্বাক্ষর করার মধ্য দিয়ে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তটি কার্যকর হলো’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আইএস ‘চরমভাবে পরাজিত হয়েছে। এরপর তিনি আকস্মিকভাবে মার্কিন সৈন্য দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন।

ট্রাম্পের এমন পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদ ও আন্তর্জাতিক মিত্ররা অপরিপক্ব বলেছেন। তারা ইতোমধ্যে বিধ্বস্ত এ অঞ্চলকে আইএস আবারো অস্থিতিশীল করে তুলবে বলে আশঙ্কা করছেন। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পরপরই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও আন্তর্জাতিক আইএসবিরোধী জোটে নিযুক্ত মার্কিন দূত ব্রেট ম্যাকগুর্ক পদত্যাগ করেন। 
উল্লেখ্য, সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়া ঘোষণা দেয়ার পর আফগানিস্তান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান সৈন্য দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প।

ম্যাটিসের স্থলাভিষিক্ত হচ্ছেন প্যাট্রিক শানাহান
এদিকে ডোনাল্ড ট্রাম্প রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের উত্তরসূরি হিসেবে তারই ডেপুটি প্যাট্রিক শানাহানের নাম ঘোষণা করেছেন। আগামী পয়লা জানুয়ারি শানাহান দায়িত্ব গ্রহণ করবেন। সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারসহ ট্রাম্পের কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মতানৈক্যের জেরে ম্যাটিসের (৬৮) পদত্যাগের পর ট্রাম্পের ঘোষণাটি এলো। ম্যাটিস তার উত্তরসূরিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফেব্রুয়ারির শেষের দিকে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু ট্রাম্প তার ক্ষমতা হস্তান্তরের দিনক্ষণ এগিয়ে এনেছেন।

ম্যাটিসের পদত্যাগকে মিডিয়া ফলাও করে প্রচার করায় বিষয়টি নিয়ে ট্রাম্প বিব্রত ও ক্ষুব্ধ। ট্রাম্প টুইটারে জানান, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের অত্যন্ত প্রতিভাবান উপপ্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান ২০১৯ সালের পয়লা জানুয়ারি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’ এদিকে ট্রাম্প ম্যাটিসের বিদায়ের কথা জানিয়ে তার প্রশংসা করে বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জিম দেশকে অনেক এগিয়ে দিয়ে গেছেন।’ ট্রাম্প সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরপরই ম্যাটিস তার পদত্যাগের কথা জানান।


আরো সংবাদ



premium cement