জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ বিএনপির ৩০ নেতাকর্মীর হাইকোর্টে জামিন
- নিজস্ব প্রতিবেদক
- ০১ মার্চ ২০২০, ১৯:২২
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবন, বিএনপি নেতা এস এ সাজুসহ বিএনপি ও অংগসংগঠনের ৩০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বিএনপির নেতাকর্মীদের ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
গত ২২ ফেব্রুয়ারি পল্লবী থানায় করা মামলায় জামিন দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, কেআর খান পাঠান, অ্যাডভোকেট গোলাম আকতার জাকির, অ্যাডভোকেট সুজা প্রমুখ।
আইনজীবীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২২ ফেব্রুয়ারি করা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপির ৬৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ মামলায় আমিনুল ইসলামসহ ৩০ জন হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন।