০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

সুপ্রিম কোর্টে দক্ষিণবঙ্গ আইনজীবী সমিতির সদস্য সংগ্রহ শুরু

-

সুপ্রিম কোর্টে দক্ষিণবঙ্গ আইনজীবী সমিতির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলায় সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ মো: খসরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, আইনজীবী শামসুল জালাল চৌধুরী, কাজী শাহানারা ইয়াসমিন, জোবায়দা পারভিন, আমিনুর রহমান চৌধুরী টিকু, সৈয়দ আলম টিপু, কাজী বশির আহমেদ, মো: নাসির উদ্দিন খান সম্রাট, আনিছুর রহমান খান, সাবিনা ইয়াসমিন লিপি, দিলওয়ার মোস্তফা চৌধুরী মধু প্রমুখ।

উদ্বোধনকালে শাহ মো: খসরুজ্জামান সংগঠনকে শক্তিশালী করার জন্য ঢাকাস্থ দক্ষিণবঙ্গের সকল আইনজীবীদের সদস্য হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামী তিন সপ্তাহ এ সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। সুপ্রিম কোর্ট বারের সাথে ঢাকা বারেও সমিতির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

২২ নভেম্বর দক্ষিণবঙ্গ আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা সদস্য ফরম পূরণ করবেন তারাই ভোটার হতে পারবেন।

বৃহত্তর খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও পটুয়াখালীর সর্বমোট ২১ জেলার ঢাকাস্থ আইনজীবীরা সদস্য হতে পারবেন।


আরো সংবাদ



premium cement