২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

যশোরের সাবেক এমপি নূর হুসাইন আর নেই

অ্যাডভোকেট নূর হুসাইন আর নেই - ছবি : সংগৃহীত

যশোর-১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নূর হুসাইন আর নেই। তিনি শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

অ্যাড. নূর হুসাইন ১৯৮৬ সালে জামায়াত থেকে যশোর-১ আসনের এমপি নির্বাচিত হন। তিনি ১৯৭৫ সাল থেকে আইনজীবী হিসেবে কাজ করেছেন।

শনিবার সকাল ৯টায় অ্যাড. নূর হুসাইনের জন্মভূমি শার্শা উপজেলার গোগা ইউনিয়নের কালিয়ানী গ্রামে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম নামাজে জানাজা পরিচালনা করেন মাওলানা আব্রাহীম খলিল। এরপর বাদজোহর শার্শা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে দ্বিতীয় নামাজে জানাজা পরিচালনা করেন যশোর জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আজীজুর রহমান। জানাজা শেষে যশোর বারান্দী মোল্লাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাজায় জামায়াতের কেন্দ্রীয় নেতা ও যশোর জেলার সাবেক আমীর মাওলানা আজীজুর রহমান, যশোর জেলা জামায়াতের আমীর (পশ্চিম) মাস্টার রেজাউল করিম, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, প্রফেসর (অব.) আবু দাউদ, অধ্যক্ষ হাসানুজ্জামান হাসান, শার্শা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অ্যাড. জাহাঙ্গীর হোসেন, মাওলানা নূর মোহাম্মদ জিহাদী, মো: হবিবর রহমান হবি, মাওলানা ইছাহক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইয়াহিয়া, মাওলানা অহিদুজ্জামান দুদু, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা বাকী বিল্লাহ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আনোয়ারুল কবীর, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুর রহিম, শার্শা উপজেলা বিএনপি নেতা অ্যাড. মোস্তফা কামাল মিন্টুসহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

অ্যাড. নূর হুসাইনের মৃত্যু গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা সাবেক আমীর মাওলানা আজীজুর রহমান, জামায়াত নেতা অধ্যাপক গোলাম রসুল, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাস্টার নূরুন্নবীসহ নেতৃবৃন্দ।

অ্যাড. নূর হুসাইনের ছয় ছেলে ও দুই মেয়ে রয়েছে।


আরো সংবাদ



premium cement