২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খুলনায় নিজ চেম্বারে চিকিৎসককে ছুরিকাঘাত

- সংগৃহীত

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ চেম্বারে সোমবার সকালে সাবেক সহকর্মীর হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. উত্তম কুমার দেওয়ান (৪০)। এসময় হামলাকারী উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) মহসিন গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করে হাসপাতালের স্টাফরা। 

আটক মহাসিন খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে এবং বর্তমানে নড়াইল জেলা সদরের উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) হিসেবে কর্মরত রয়েছেন।

ফুলতলা থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মহাসিন গাজী সকালে ডা. উত্তম দেওয়ানের কক্ষে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে খবর ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালের স্টাফরা ছুরিসহ মহাসিনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মহাসিনকে আটক করে।

অভিযুক্ত চিকিৎসক মহাসিন গাজীর দাবি, ডা. উত্তম কর্মরত থাকা অবস্থায় তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা না দিয়ে মহাসিনের কাছে অতিরিক্ত রোগী দেখানোর জন্য পাঠাতো। এ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তিনি রাগের মাথায় তাকে ছুরিকাঘাত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কামাল হোসেন বলেন, ‘আমরা ঘটনার সাথে সাথেই আহত ডাক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। একই সঙ্গে হামলাকারী মহাসিন গাজীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছি। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ‘মা, আমার এখন কি হবে’? আতংকিত এ প্রশ্ন আহত জিল্লুরের ভারতে ব্যাটিং করার মাঝেই মৃত্যু ক্রিকেটারের লেবাননে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, গুলিবর্ষণ ইসরাইলের মধ্য গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ১৭ পাকিস্তানে প্রতিবাদের খবর দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল

সকল