২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার পথে আটক ৪৯ দর্শনার্থী

উৎসব স্থগিত ঘোষণা করা হয়েছিল আগেই
- ফাইল ছবি

সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার পথে চারটি ট্রলারসহ ৪৯ জন দর্শনার্থীকে আটকের কথা জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা উপজেলার আলোরকোল এলাকা থেকে সোমবার তাদের আটক করা হয়।

বন বিভাগ জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত ৮ নভেম্বর রাস উৎসব স্থগিত করে উৎসব কমিটি। এরপরও অবৈধভাবে তারা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের মোহনায় দুবলারচরে রাস উৎসবে যাচ্ছিল বলে তাদের আটক হয়। আটক ব্যক্তিদের সবার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: মাহমুদুল হাসান জানান, গত ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের মোহনায় দুবলার চরে হিন্দুধর্মলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসবের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুল উপকূলের দিকে ধেয়ে আসার খবরে আয়োজক কমিটি ৮ নভেম্বরের উৎসব স্থগিত করে। এরপরও অবৈধভাবে ওই ৪৯ জন দর্শনার্থী চারটি ট্রলার নিয়ে রাস উৎসবে যাচ্ছিল।

আটক ওই ৪৯ জনের প্রত্যেকের কাছ থেকে মঙ্গলবার ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে ডিএফও জানান।

এর আগে গত ৫ নভেম্বর সুন্দরবন থেকে তিন ট্রলারসহ ৬০ জন হরিণ শিকারীকে আটক করা হয়। এসময় তাদের ট্রলার থেকে হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ, দা, কুড়াল ও বটিসহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ওই ৬০ জন রাস উৎসব উপলক্ষে হরিণ শিকারের উদ্দেশে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল বলে বন বিভাগ জানায়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সাবেক এমপি আনারের দেহাংশের সাথে মিলেছে মেয়ের ডিএনএ, দাবি ভারতীয় সিআইডির নাসিরনগরে তৈরি হচ্ছে দেশীয় মাছের নানা জাতের শুটকি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ রাজস্থানে পেট্রোল পাম্পের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫ সংস্কারের আগে নির্বাচন নয় : নাগরিক কমিটি মাওলানা সাদের অনুসারী এতায়াতি নেতা মোয়াজ বিন নুর গ্রেফতার দর্শনা পৌর যুবদল নেতা মিল্টন বহিষ্কার নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু একটি মাদরাসা নির্মাণের স্বপ্ন অন্ধ হাফেজ রাসেলের আল্লাহ ছাড়া কারো সামনে মাথানত করা যায় না : কলকাতার মেয়র ফিরহাদ আজ দর্শনা কেরুজ চিনিকলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

সকল