২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার পথে আটক ৪৯ দর্শনার্থী

উৎসব স্থগিত ঘোষণা করা হয়েছিল আগেই
- ফাইল ছবি

সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার পথে চারটি ট্রলারসহ ৪৯ জন দর্শনার্থীকে আটকের কথা জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা উপজেলার আলোরকোল এলাকা থেকে সোমবার তাদের আটক করা হয়।

বন বিভাগ জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত ৮ নভেম্বর রাস উৎসব স্থগিত করে উৎসব কমিটি। এরপরও অবৈধভাবে তারা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের মোহনায় দুবলারচরে রাস উৎসবে যাচ্ছিল বলে তাদের আটক হয়। আটক ব্যক্তিদের সবার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: মাহমুদুল হাসান জানান, গত ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের মোহনায় দুবলার চরে হিন্দুধর্মলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসবের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুল উপকূলের দিকে ধেয়ে আসার খবরে আয়োজক কমিটি ৮ নভেম্বরের উৎসব স্থগিত করে। এরপরও অবৈধভাবে ওই ৪৯ জন দর্শনার্থী চারটি ট্রলার নিয়ে রাস উৎসবে যাচ্ছিল।

আটক ওই ৪৯ জনের প্রত্যেকের কাছ থেকে মঙ্গলবার ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে ডিএফও জানান।

এর আগে গত ৫ নভেম্বর সুন্দরবন থেকে তিন ট্রলারসহ ৬০ জন হরিণ শিকারীকে আটক করা হয়। এসময় তাদের ট্রলার থেকে হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ, দা, কুড়াল ও বটিসহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ওই ৬০ জন রাস উৎসব উপলক্ষে হরিণ শিকারের উদ্দেশে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল বলে বন বিভাগ জানায়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে মহাদুর্যোগ নেমে আসবে : গোলাম পরওয়ার উপদেষ্টা হাসান আরিফ আর নেই বাগেরহাটে ২ ট্রাকের মুখোমুখি সংর্ঘষ, চালক নিহত জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে ১.১৬ বিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের নাটোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই যুক্তরাষ্ট্র এক বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসীকে বহিষ্কার করেছে ইসলামি আদর্শে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই : রফিকুল ইসলাম ক্ষমতায় যেতে চাইলে কোরআন-সুন্নাহর আদর্শ মানতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন গ্লোবাল লিগ থেকে শিক্ষা নিয়ে সিরিজ সেরা মেহেদী গাজায় নিধনযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে ইসরাইল : এইচআরডব্লিউ

সকল