২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফ্রান্সে বৃদ্ধাশ্রমে খাদ্যে বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু

-

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে খাদ্যে সন্দেহজনক বিষক্রিয়ায় পাঁচজন মারা গেছে এবং আরো অনেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সোমবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

পুলিশ জানায়, রোববার রাতের খাবারের পর এ বৃদ্ধাশ্রমে বাস করা ২২ জনের বমি বমি ভাবসহ বিষক্রিয়ায় আক্রান্তের নানা উপসর্গ দেখা দেয়। বেসরকারিভাবে পরিচালিত শেনারায়ি নামের বৃদ্ধাশ্রমটি তলৌসির দক্ষিণের শহর লহার্মে অবস্থিত।

এ ঘটনায় কর্মকর্তারা প্রাথমিকভাবে চারজনের মৃত্যু ঘোষণা করে। পরে তদন্তের সাথে যুক্ত অপর এক সূত্র এএফপি’কে পঞ্চম ব্যক্তির মৃত্যুর কথা জানায়।

যাদের মৃত্যু হয়েছে তাদের বয়স ৭২ থেকে ৯৫ বছর।

তলৌসি প্রসিকিউটর ডোমিনিক আলজিয়ারি জানান, বৃদ্ধাশ্রমটির ৮২ জন বাসিন্দার মধ্যে ১৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে ১৬ জনের অবস্থা খারাপ। তবে তাদের মৃত্যুর ঝুঁকি নেই।


আরো সংবাদ



premium cement