কুমিল্লা-৩ : ‘আগের রাতেই অর্ধেক ব্যালটে সিল’
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ ডিসেম্বর ২০১৮, ১৮:১৫, আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনের নির্বাচনে ভোটের আগের রাতেই অর্ধেক ব্যালটে নৌকায় সিল মেরে রাখা হয়েছে। এমন অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী কে এম মজিবুল হক ভোট প্রত্যাখান করে পূণর্নির্বাচনের দাবী জানিয়েছেন। তবে রোববার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) এমন লিখিত অভিযোগ নিয়ে এলে সেটি গ্রহণ না করে ফেরত পাঠায় ইসি।
লিখিত অভিযোগে তিনি বলেন, গত শনিবার দুপুর থেকে ভোটের দিন সকাল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে অবরুদ্ধ করে রাখে। ভোটের আগের রাত থেকে মুরাদগনরের ১৩৭টি কেন্দ্রের ৪০-৫০ শতাংশ ব্যালট পেপার নৌকার পক্ষে কেটে নেয়। সকালে আমার নিজের কেন্দ্র মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রিজাইডিং অফিসারের কাছে কতটা ব্যালট বই আছে দেখতে চাইলে প্রিজাইডিং অফিসার তা দেখাতে পারেন নাই।
নির্বাচনে প্রার্থী হওয়ার পর বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারসহ সবাইকে দেওয়া হয়েছিল; কিন্তু এসকল অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে মুরাদনগরে ভোটের এই ভয়াবহ কারচুপির সৃষ্টি হতনা। তিনি এই ভয়াবহ কারচুপি ও প্রহসনের ভোটকে প্রত্যাখ্যান করে অত্র আসনে পূণর্নির্বাচনের দাবী জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা