২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাবিতে ভিসি অপসারণের দাবিতে ফের আন্দোলন শুরু

-

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে ফের আন্দোলন শুরু করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। রোববার দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে অমর একুশ-শহীদ মিনার প্রদক্ষিণ শেষে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আন্দোলনকারী আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করতে আমরা আন্দোলন করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা ভিসি ফারজানা ইসলামের দুর্নীতির সব প্রমাণ গণমাধ্যমে প্রকাশ করেছি। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে হস্তান্তর করেছি। আশা করি অল্প সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে ভিসি ফারজানা ইসলামকে অপসারণ করা হবে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের ওপরে হামলা করলে ভিসি গণ-অভ্যুত্থান বলে অ্যাখ্যায়িত করেছেন। এ ঘটনার কোন ধরনের বিচার হয়নি। আমরা যে দুর্নীতির অভিযোগ তুলেছিলাম সেটার কোনো ধরনের তদন্তও হয়নি। তদন্ত চলছে বলে বার বার শুনলেও তদন্তের কোনো আলামত দেখছি না। আমার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে অনুরোধ করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্নীতিবাজ ভিসিকে অপসারণ করুন।’

ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম, ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক সুদীপ্ত দে ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় আন্দোলনের অন্যতম সংগঠক সুস্মিতা মরিয়ম একই দাবিতে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দেন।


আরো সংবাদ



premium cement
সবার আগে নির্বাচনী সংস্কার দরকার : এ্যানি হাসিনার নেয়া প্রতিটি রক্তের ফোটার বিচার হবে : ইসহাক খন্দকার ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করে জনবল নিয়োগ দেয়া হবে : রেল উপদেষ্টা বর্ণিল আয়োজনে বশেমুরকৃবির ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত জামায়াত কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় : গোলাম পরোয়ার বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে : শামা ওবায়েদ জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান উপদেষ্টার পার্থে পেসারদের দাপট, ১৫০ করেও রাজত্ব ভারতের জামায়াত হবে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও দেশের বৃহত্তম দল : ডা. তাহের ভিসা দেয়া না দেয়া ভারতের অভ্যন্তরীণ বিষয় : ভূমি উপদেষ্টা

সকল