০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

জাবিতে ভিসি অপসারণের দাবিতে ফের আন্দোলন শুরু

-

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে ফের আন্দোলন শুরু করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। রোববার দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে অমর একুশ-শহীদ মিনার প্রদক্ষিণ শেষে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আন্দোলনকারী আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করতে আমরা আন্দোলন করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা ভিসি ফারজানা ইসলামের দুর্নীতির সব প্রমাণ গণমাধ্যমে প্রকাশ করেছি। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে হস্তান্তর করেছি। আশা করি অল্প সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে ভিসি ফারজানা ইসলামকে অপসারণ করা হবে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের ওপরে হামলা করলে ভিসি গণ-অভ্যুত্থান বলে অ্যাখ্যায়িত করেছেন। এ ঘটনার কোন ধরনের বিচার হয়নি। আমরা যে দুর্নীতির অভিযোগ তুলেছিলাম সেটার কোনো ধরনের তদন্তও হয়নি। তদন্ত চলছে বলে বার বার শুনলেও তদন্তের কোনো আলামত দেখছি না। আমার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে অনুরোধ করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্নীতিবাজ ভিসিকে অপসারণ করুন।’

ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম, ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক সুদীপ্ত দে ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় আন্দোলনের অন্যতম সংগঠক সুস্মিতা মরিয়ম একই দাবিতে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দেন।


আরো সংবাদ



premium cement
বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে স্কুল কর্মচারীর রাজকীয় বিদায় কুমিল্লায় দর্শন পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৯ জনের নামে হত্যা মামলা, গ্রেফতার ৩ জুলাই বিপ্লব সাংবাদিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে : মাহমুদুর রহমান জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে পৌনে ২৭ হাজার কোটি টাকা ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা তাবলীগের বিরোধে প্রভাব পড়েনি বিশ্ব ইজতেমায় নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, প্রতীক ফুলকপি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যে দুই দলকে দেখছেন পন্টিং-শাস্ত্রী জিপিএইচ ইস্পাতের আয়োজনে গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা

সকল