২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ঢাবি সমাবর্তন ঘিরে গ্রাজুয়েটদের পদচারণায় মুখর ক্যাম্পাস

ঢাবি সমাবর্তন ঘিরে গ্রাজুয়েটদের পদচারণায় মুখর ক্যাম্পাস - ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন সোমবার। সমাবর্তনের মূল অনুষ্ঠান শুরু হবে সোমবার বেলা ১২টায়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত মূল সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিকে, সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। পুরো ক্যাম্পাস মুখর সমাবর্তনপ্রত্যাশী শিক্ষার্থীদের পদচারণায়।

গত দুদিন থেকেই কালো গাইন, সমাবর্তনের বিশেষ হ্যাট পরিহিত শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সমাবর্তন প্রত্যাশীদের শিক্ষার্থীদের মাধ্যমে মেতেছিলো পুরো ক্যাম্পাস। সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা অবধি ক্যাম্পাস মাতিয়ে বেড়াচ্ছেন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক স্বীকৃতির দ্বারপ্রান্তে আসা এ শিক্ষার্থীরা।

টিএসসি, অপরাজেয় বাংলা, মল চত্বর, সিনেট ভবন, কার্জন হল এলাকাসহ ক্যাম্পাসের প্রায় সব খানেই ছড়িয়ে পড়েছেন গ্র‍্যাজুয়েটরা। তুলছেন ছবি। জীবনের রঙিন মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করতে দিচ্ছেন নানান রকমের পোজ। আনন্দের পাশাপাশি হাস্যরসাত্মক গ্রাজুয়েটের ভূমিকায় ছবি তুলতে দেখা গেছে তাদের।

কেউ হচ্ছেন ‘ভূত গ্রাজুয়েট’, কেউ রিকসা চালকের ভূমিকায়, কেউ আবার থ্রি ইডিয়টস্, বাইকার গ্রাজুয়েটের ভূমিকায়। এভাবে বন্ধু-বান্ধবীদের সাথে ক্যাম্পাস জীবনের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন ঢাবি শিক্ষার্থীরা।

গায়ে কালো গাউন আর মাথায় কালো হ্যাট পরে সেলফি, গ্রুপ ফটোসেশনে ব্যস্ত শিক্ষার্থীরা। কেউ কেউ আবার বাবা-মাকে সঙ্গে নিয়ে ছবি তোলায় ব্যস্ত। আবার অনেককেই দেখা গেছে পরিবার-পরিজনদের নিয়ে ছবি তুলছেন।

এবারের সমাবর্তনে অংশ নেয়া ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আয়েশা ইতি নামে এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের সময়টা জীবনের সেরা সময়। বন্ধুদের সাথে স্মৃতিগুলোকে ধরে রাখতে ছবি তুলছি। এ ছবিগুলোই ভবিষ্যতে বর্তমানের কথা মনে করিয়ে দিবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের সমাবর্তনে ২০ হাজার ৭৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবর্তনে অংশ নেবেন অধিভুক্ত সাত কলেজ এবং ঢাবির উপাদানকল্পে পরিচালিত অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও।


আরো সংবাদ



premium cement