শ্রীনগরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৬
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ০৭ মার্চ ২০২০, ১৬:২৮
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর ফেরিঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন বেজগাঁও কবরস্থানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই যাত্রী মারা যায়, গুরুতর আহত হয় আরো ছয়জন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মধ্যে একজনের নাম জাহিদুল (৩২) ও ড্রাইভারের পরিচয় এখনো পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট সঞ্জয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা