২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

অল্পের জন্য রক্ষা পেল ৫০০ লঞ্চযাত্রী

- ছবি : সংগৃহীত

ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চ এমভি ফারহান-৬ নারায়ণগঞ্জের ফতুল্লায় থেমে থাকা একাধিক বালুবাহী বাল্কহেডের সাথে মুখোমুখি ধাক্কা খায়।

শুক্রবার রাতের এ ঘটনায় যাত্রীবাহী লঞ্চটির সামনের অংশ ছিদ্র হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী।

এদিকে আতঙ্কিত যাত্রীরা লঞ্চটি নিরাপদ স্থানে থামানোর জন্য বললেও লঞ্চটি না থামিয়ে উল্টো লঞ্চের স্টাফরা যাত্রীদের মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এক পর্যায়ে লঞ্চের যাত্রীদের কেউ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাইলে লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভেড়ানো হয়।

মুক্তারপুর নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. লোকমান জানান, লঞ্চটির সামনের অংশ ছিদ্র হওয়ায় লঞ্চটিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এনে সারানো হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে প্রকৌশলীরা ঠিক করে দিলে লঞ্চটি যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

লঞ্চযাত্রী নিরব হোসেন অভিযোগ করে বলেন, ‘বাল্কহেডের সাথে ধাক্কায় লঞ্চের সামনের অংশের ওপর ও নিচের অংশে ছিদ্র হয়ে যায়। এসময় বালুর বস্তা ও সিমেন্টের বস্তা দিয়েও পানি বন্ধের চেষ্টা করা হলেও বন্ধ না হয়ে পানি ভিতরে প্রবেশ করতে থাকে। কিন্তু তারমধ্যেই যাত্রীদের অনুরোধ উপেক্ষা করে লঞ্চটি চলতে থাকে।’

‘এক পর্যায়ে বেশি পানি ভেতরে আসতে থাকলে যাত্রীদের চাপের মুখে পড়ে বাধ্য হয় তাদেরকে নামিয়ে দিতে। এ সময় প্রায় ১০০ যাত্রী লঞ্চ থেকে নেমে যায়,’ যোগ করেন তিনি। ইউএনবি।


আরো সংবাদ



premium cement
জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি বেরোবিতে পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন উত্তর কোরিয়ার সাথে ট্রাম্পের আলোচনার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বিরোধী দল প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান, চট্টগ্রামে বড় পতন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি এ কে এস খান ফার্মাতে ডেনমার্কের ১২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ উপায় না পেয়ে স্বজনদের আশ্রয়ে আছে শহিদ মিজানের পরিবার প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান, চট্টগ্রামে পতন হাতিয়ায় আগুনে পুড়ে ছাই ১৪ দোকান আজ মুক্তি পাচ্ছেন দেড় শতাধিক বিডিআর সদস্য দেবীগঞ্জে বৃষ্টির মতো পড়ছে শিশির বিন্দু

সকল