২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টাঙ্গাইলে ভাষাশহীদদের স্মরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

টাঙ্গাইলের সখিপুরে শহীদদের স্মরণে ফ্রি ম্যাডিকেল ক্যাম্প - ছবি: নয়া দিগন্ত

মহান একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে টাঙ্গাইলের সখিপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচলিত হয়েছে। ‘কিডনি রোগ জীবন নাশা-প্রতিরোধই বাঁচার আশা’ এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার উপজেলার হাতিবান্ধা তালিমঘরে এ সেবা দেয়া হয়।

কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) আয়োজনে দিনব্যাপি এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সখিপুর উপজেলাসহ আশপাশের প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে কিডনি, হার্ট, লিভার, চক্ষু, গাইনি, অর্থোপেডিক, গ্যাস্ট্রোলজি, নাক-কান-গলা, ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ প্রদান এবং ঔষধ সরবরাহ করা হয়। দেশের শীর্ষ কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ সামাদের তত্ত্বাবধানে দেশের বিশেষজ্ঞ ৭০ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম বিনামূল্যে রোগীদের এসব সেবা প্রদান করেন।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে ‘রোগ প্রতিরোধে সুস্থ্য জীবনধারা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বক্তব্য রাখেন। কিডনি রোগ বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পস ও রেডলাইন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ সামাদ।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো: আবদুল হালিম, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডা. একেএম ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি মো: আমির হোসেন, বাসাইল থানার ওসি তুহিন আলী, কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) সহসভাপতি নাসরিন বেগম, ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
বিপিএলের সর্বশেষ খবর দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি হাসিনাপুত্র জয়ের ছেলে আর ফিরবে না জেনেও ‘হালুয়া’ বানিয়ে অপেক্ষায় থাকেন মা জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো ছাত্ররা রাজনীতিতে আ’লীগের আর ফেরা সম্ভব না : ফজলুর রহমান হাইতিতে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ৩ দূষিত বাতাসের তালিকায় তৃতীয় ঢাকা পৌষের প্রভাতের আলোয় শীতের জয় খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে নয়া দিগন্তের নামে ভুয়া প্রতিবেদন প্রচার

সকল