২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পরিবারের অভিযোগ পিটিয়ে হত্যা

- প্রতীকী ছবি

সাভার পৌর এলাকার রেডিও কলোনী এলাকায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে এসে ভর্তির পরদিনই এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জাহাঙ্গীর মিয়া (৩৮)। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার চারাকান্তা এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সাভারের রেডিও কলোনীর উত্তরা মার্কেটের ২য় তলায় অবস্থিত ‘আদর’ নামের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য বৃহস্পতিবার এখানে ভর্তি হওয়ার এক দিন পর শুক্রবার ওই যুবকের মৃত্যু হয়। জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আদর’ নামের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ চিকিৎসার জন্য নিহত যুবক জাহাঙ্গীর মিয়াকে নিয়ে আসে। পরিবারের লোকজন রোগীর সাথে আসতে চাইলে তাদেরকে শুক্রবার সকালে যাওয়ার জন্য বলেন আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা। শুক্রবার সকাল ১০টার সময় রোগীর জামাকাপড় নিয়ে জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা রিহ্যাব সেন্টারে গেলেও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষ তাদেরকে মোবাইল ফোনে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে যেতে বলে। পরে এনাম মেডিকেলে গিয়ে জাহাঙ্গীরের লাশ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কাউকে সেখানে পাওয়া যায়নি। নিহত জাহাঙ্গীর তার বড় ভাই মানিকের সাথে সাভারের ব্যাংক কলোনীতে থাকতেন।

নিহতের চাচাত ভাই শাহজাহান জানান, জাহাঙ্গীর মাঝেমধ্যেই পাগলামি করতেন। এ জন্য বৃহস্পতিবার তাকে রিহ্যাব সেন্টারে দেয়া হয়। তবে সে সময় আমাদের কাউকে তার সাথে আসতে দেয়া হয়নি। রিহ্যাবে নাকি অন্যদের আসা নিষেধ। অন্য এক রোগীর বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, রিহ্যাবের লোকজন আমার ভাইকে মুখে গামছা বেঁধে পিটিয়ে হত্যা করেছে।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্মকর্তা (ওটি ইনচার্জ) নাছির উদ্দিন জানান, নিহত যুবক জাহাঙ্গীরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষকে মোবাইল ফোনে কল দেয়া হলেও তাদের কেউ ফোন রিসিভ করেননি।

সাভার মডেল থানার এসআই মনিরুজ্জামান মোল্লা জানান, একদিন আগেই জাহাঙ্গীরকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। নিহতের চোখ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল