২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পরিবারের অভিযোগ পিটিয়ে হত্যা

- প্রতীকী ছবি

সাভার পৌর এলাকার রেডিও কলোনী এলাকায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে এসে ভর্তির পরদিনই এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জাহাঙ্গীর মিয়া (৩৮)। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার চারাকান্তা এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সাভারের রেডিও কলোনীর উত্তরা মার্কেটের ২য় তলায় অবস্থিত ‘আদর’ নামের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য বৃহস্পতিবার এখানে ভর্তি হওয়ার এক দিন পর শুক্রবার ওই যুবকের মৃত্যু হয়। জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আদর’ নামের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ চিকিৎসার জন্য নিহত যুবক জাহাঙ্গীর মিয়াকে নিয়ে আসে। পরিবারের লোকজন রোগীর সাথে আসতে চাইলে তাদেরকে শুক্রবার সকালে যাওয়ার জন্য বলেন আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা। শুক্রবার সকাল ১০টার সময় রোগীর জামাকাপড় নিয়ে জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা রিহ্যাব সেন্টারে গেলেও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষ তাদেরকে মোবাইল ফোনে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে যেতে বলে। পরে এনাম মেডিকেলে গিয়ে জাহাঙ্গীরের লাশ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কাউকে সেখানে পাওয়া যায়নি। নিহত জাহাঙ্গীর তার বড় ভাই মানিকের সাথে সাভারের ব্যাংক কলোনীতে থাকতেন।

নিহতের চাচাত ভাই শাহজাহান জানান, জাহাঙ্গীর মাঝেমধ্যেই পাগলামি করতেন। এ জন্য বৃহস্পতিবার তাকে রিহ্যাব সেন্টারে দেয়া হয়। তবে সে সময় আমাদের কাউকে তার সাথে আসতে দেয়া হয়নি। রিহ্যাবে নাকি অন্যদের আসা নিষেধ। অন্য এক রোগীর বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, রিহ্যাবের লোকজন আমার ভাইকে মুখে গামছা বেঁধে পিটিয়ে হত্যা করেছে।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্মকর্তা (ওটি ইনচার্জ) নাছির উদ্দিন জানান, নিহত যুবক জাহাঙ্গীরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষকে মোবাইল ফোনে কল দেয়া হলেও তাদের কেউ ফোন রিসিভ করেননি।

সাভার মডেল থানার এসআই মনিরুজ্জামান মোল্লা জানান, একদিন আগেই জাহাঙ্গীরকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। নিহতের চোখ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
এবার বিপিএলে রাজশাহীর হয়ে মাঠে দেখা যাবে হারিসকে গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত রাজনীতিকে দু’ভাগ করা হয়েছে : জি এম কাদের ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ

সকল