২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যৌন উত্তেজক শরবত ও কয়েল উৎপাদনের দায়ে গ্রেফতার ১২

যৌন উত্তেজক শরবত ও কয়েল উৎপাদনের দায়ে গ্রেফতার ১২ - ছবি: নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অনুমোদনহীন যৌন উত্তেজক শরবত ও কয়েল উৎপাদনের দায়ে ১২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সকালে উপজেলার কাঁচপুর কুতুবপুর এলাকায় দুটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুমন মোল্লা, রকিবুল ইসলাম, ফয়সাল আহম্মেদ, রাজু বেপারী, খায়রুল আলম, হাবু বেপারী, রাকিব হোসাইন, আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, তাহমীদ ইসলাম, আনোয়ার হোসেন ও রাশেদ গাজী।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার কাঁচপুর কুতুবপুর এলাকায় অবস্থিত এম কে ফুডস ও এম এম কনজুমার নামে দুটি কারখানায় দীর্ঘদিন যাবত অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অনুমোদনহীন যৌন উত্তেজক শরবত, ভেজাল কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

তিনি জানান, এম.এম কনজুমার দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাম্বু, গাংচিল, ইগলু, ম্যাক্স, নাইট মাস্টার ইত্যাদি বিভিন্ন খ্যাতিসম্পন্ন ব্রান্ডের নামে কয়েল তৈরি ও প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছে। এছাড়া এম.কে ফুডসের উৎপাদনকৃত যৌন উত্তেজক ও লায়ন ফুডস শরবতগুলোতে প্যারাসিটামল পাউডার, টেস্টি সল্ট, স্যাগারিন, এমপিএস, ব্যাফেন, এসএস পাউডার, সোডিয়াম পাউডার, সাইট্রিক এসিড, ঘাম, ঘন চিনি, সাধারণ চিনি, ফ্লেভার ও রংসহ মোট ১৬ টি ক্ষতিকারক রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করা হয়। যা জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি আরো জানান, তারা এগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। এভাবে কারখানা ২টি অবৈধ গ্যাস সংযোগ দিয়ে যৌন উত্তেজক শরবত এবং ভেজাল কয়েল উৎপাদন করে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি সাধন করেছে। তিতাস গ্যাস কোম্পানির অবৈধ্য সংযোগ নিয়ে প্রতি মাসে ৩০ লাখ ২৪ হাজার টাকার গ্যাস চুরি করছে।

অভিযানে ৭ হাজার ৩০০ বোতল যৌন উত্তেজক শরবত, বিপুল পরিমাণ ভেজাল কয়েল ও পরিবহণের কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। পরে তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ উক্ত কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরণ করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন

সকল