শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল স্বাভাবিক
- মুন্সীগঞ্জ সংবাদদাতা
- ১৬ জানুয়ারি ২০২০, ১৫:২২, আপডেট: ১৬ জানুয়ারি ২০২০, ১৫:২৫
প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যস্ত ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ। এতে করে এ রুটে শতাধিক ছোট-বড় যানবাহনের কায়েক হাজার যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক শফিক আহম্মেদ জানান, কুয়াশার কারণে নদীর চ্যানেল পয়েন্ট গুলোতে বিকন বাতি দেখতে না পাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ অবস্থায় পদ্মার মাঝে বিভিন্ন পয়েন্টে-নোঙর করে রাখা হয় ৫ টি ফেরিসহ বেশ কয়েকটি ছোট-বড় নৌযান। পরে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুরের কাঁঠালবাড়ী ম্যানেজার আব্দুল আলিম জানান, কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৬ টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে নদীর চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সর্ম্পূণ বন্ধ করে দেয়া হয়। এতে মাঝ নদীতে যাত্রী ও ৪৫টি ছোট-বড় যানবাহন নিয়ে আটকা পড়ে ৩টি কে-টাইপ ও মাঝাড়ী সাইজের কহেক টি ফেরি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা