২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২৯ দিন ধরে নিখোঁজ শিশু রোমান

নিখোঁজ মো: রোমান - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের পাটধা কাঁঠালিয়া পাতারিয়াপাড়া গ্রাম থেকে মো: রোমান (৮) নামে এক শিশু ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা গত রোববার (৩ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, হারিয়ে যাওয়া শিশু রোমানের বাবা মো: জহিরুল ইসলাম ঢাকায় শ্রমিকের কাজ করেন। মা প্রবাসী। শিশু রোমান দাদির কাছে থাকতো।

জিডিতে লেখা হয়, গত ৩১ অক্টোবর শিশু রোমান অন্যান্য শিশুর সাথে কাঁঠালিয়া পাতারিয়াপাড়া বাড়ির সামনে ফুটওভার ব্রিজের পাশে খেলতে যায়। অন্য শিশুরা সন্ধ্যায় বাড়ি ফিরে এলেও রোমান বাড়ি ফিরে আসেনি। এলাকায় খোঁজাখুঁজির পরও রোমানকে না পাওয়া গেলে তার বাবাকে খবর দেয়া হয়। বাবা ঢাকা থেকে এসে সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে থানায় জিডি করেন। হারিয়ে যাওয়ার সময় রোমানের পরনে ছিল সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি ও লাল হাফ-প্যান্ট। তার গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা অনুমান তিন ফুট ছয় ইঞ্চি। রোমান নিজের নাম, বাবার নাম ও গ্রামের নাম বলতে পারে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর সিদ্দিক জানান, ঘটনাটি জানার পর আমরা পাশ্ববর্তী থানাসহ সব থানায় বিষয়টি অবহিত করে মেসেজ পাঠিয়েছি। শিশুটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

এদিকে শিশু সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে শ্রমিক জহিরুল ইসলাম ও তার পরিবার। কোনো সহৃদয়বান ব্যাক্তি শিশুটির খোঁজ পেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় (০১৭১৩৩৭৩৪৮০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
৩ জানুয়ারি বাংলাদেশে আসছেন মসজিদুল আকসার ইমাম ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রেস সচিব ‘প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে’ ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ আয়কর রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়লো সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেফতার অতিসত্বর নির্বাচন হওয়া দরকার : আমীর খসরু জেলখানায় হত্যা : শেখ হাসিনা ও জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সকল