০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

২৯ দিন ধরে নিখোঁজ শিশু রোমান

নিখোঁজ মো: রোমান - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের পাটধা কাঁঠালিয়া পাতারিয়াপাড়া গ্রাম থেকে মো: রোমান (৮) নামে এক শিশু ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা গত রোববার (৩ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, হারিয়ে যাওয়া শিশু রোমানের বাবা মো: জহিরুল ইসলাম ঢাকায় শ্রমিকের কাজ করেন। মা প্রবাসী। শিশু রোমান দাদির কাছে থাকতো।

জিডিতে লেখা হয়, গত ৩১ অক্টোবর শিশু রোমান অন্যান্য শিশুর সাথে কাঁঠালিয়া পাতারিয়াপাড়া বাড়ির সামনে ফুটওভার ব্রিজের পাশে খেলতে যায়। অন্য শিশুরা সন্ধ্যায় বাড়ি ফিরে এলেও রোমান বাড়ি ফিরে আসেনি। এলাকায় খোঁজাখুঁজির পরও রোমানকে না পাওয়া গেলে তার বাবাকে খবর দেয়া হয়। বাবা ঢাকা থেকে এসে সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে থানায় জিডি করেন। হারিয়ে যাওয়ার সময় রোমানের পরনে ছিল সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি ও লাল হাফ-প্যান্ট। তার গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা অনুমান তিন ফুট ছয় ইঞ্চি। রোমান নিজের নাম, বাবার নাম ও গ্রামের নাম বলতে পারে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর সিদ্দিক জানান, ঘটনাটি জানার পর আমরা পাশ্ববর্তী থানাসহ সব থানায় বিষয়টি অবহিত করে মেসেজ পাঠিয়েছি। শিশুটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

এদিকে শিশু সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে শ্রমিক জহিরুল ইসলাম ও তার পরিবার। কোনো সহৃদয়বান ব্যাক্তি শিশুটির খোঁজ পেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় (০১৭১৩৩৭৩৪৮০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরগঞ্জে আইসক্রিম কারখানায় আগুন নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক : গয়েশ্বর দেশে ফিরলেন খালেদা জিয়ার ৪ চিকিৎসক যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু : জরুরি তদন্তের নির্দেশ সরকারের ভারতে অনুপ্রবেশের চেষ্টা : পঞ্চগড়ে দালাল ও শিশুসহ তিন বাংলাদেশী আটক চৌগাছায় পেঁয়াজ চাষে লোকসান, উঠছেনা উৎপাদন খরচ যে কারণে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইস সরকার হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ছাত্ররা ক্যাম্পাসে : রিজভী যুবদল নেতার মৃত্যু : ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন ‘দুর্বল তদন্ত ও অপেশাদার প্রসিকিউশন ন্যায়বিচারের অন্যতম অন্তরায়’

সকল