২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২৯ দিন ধরে নিখোঁজ শিশু রোমান

নিখোঁজ মো: রোমান - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের পাটধা কাঁঠালিয়া পাতারিয়াপাড়া গ্রাম থেকে মো: রোমান (৮) নামে এক শিশু ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা গত রোববার (৩ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, হারিয়ে যাওয়া শিশু রোমানের বাবা মো: জহিরুল ইসলাম ঢাকায় শ্রমিকের কাজ করেন। মা প্রবাসী। শিশু রোমান দাদির কাছে থাকতো।

জিডিতে লেখা হয়, গত ৩১ অক্টোবর শিশু রোমান অন্যান্য শিশুর সাথে কাঁঠালিয়া পাতারিয়াপাড়া বাড়ির সামনে ফুটওভার ব্রিজের পাশে খেলতে যায়। অন্য শিশুরা সন্ধ্যায় বাড়ি ফিরে এলেও রোমান বাড়ি ফিরে আসেনি। এলাকায় খোঁজাখুঁজির পরও রোমানকে না পাওয়া গেলে তার বাবাকে খবর দেয়া হয়। বাবা ঢাকা থেকে এসে সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে থানায় জিডি করেন। হারিয়ে যাওয়ার সময় রোমানের পরনে ছিল সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি ও লাল হাফ-প্যান্ট। তার গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা অনুমান তিন ফুট ছয় ইঞ্চি। রোমান নিজের নাম, বাবার নাম ও গ্রামের নাম বলতে পারে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর সিদ্দিক জানান, ঘটনাটি জানার পর আমরা পাশ্ববর্তী থানাসহ সব থানায় বিষয়টি অবহিত করে মেসেজ পাঠিয়েছি। শিশুটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

এদিকে শিশু সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে শ্রমিক জহিরুল ইসলাম ও তার পরিবার। কোনো সহৃদয়বান ব্যাক্তি শিশুটির খোঁজ পেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় (০১৭১৩৩৭৩৪৮০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
মিরপুরে জেনেভা ক্যাম্পে আগুন  ৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সকল