বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ নভেম্বর ২০১৯, ১১:০১
মধ্যপ্রাচ্য থেকে আসা এক যাত্রী থেকে ৬ কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হল থেকে সোনার বারগুলো উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস সূত্রে জানা যায়, কাস্টমস হাউজের নিকট স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ থাকায় গ্রীণ চ্যানেলে সতর্ক অবস্থা জারি করা হয়। আনুমানিক রাত 3 টায় কাতার এয়ারওয়েজে আসা যাত্রীরা কাস্টমস হলে প্রবেশের পর মো. মুরশেদ হোসেন নামের এক যাত্রীর গতিবিধি কর্মকর্তাদের কাছে সন্দেহজনক বলে মনে হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে যাত্রীর হাতে বহনকৃত ক্রোকারিজ সম্বলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকায়িত স্বর্ণালঙ্কার শনাক্ত হয়।
লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো 6 কেজি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা ।
সূত্র জানায়, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। স্বর্ণ বহনকারী কে আটক করা হয়েছে এবং পুলিশে সোপর্দ করণের প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা