খেলনায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মৃত্যু হলো স্কুল ছাত্রের
- সোহেল রানা বালিয়াকান্দি (রাজবাড়ী)
- ৩০ আগস্ট ২০১৯, ১৬:০১, আপডেট: ৩০ আগস্ট ২০১৯, ১৬:৩৫
রাজবাড়ীর বালিয়াকান্দিতে খেলনায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ শেখ (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আকাশ শেখ বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের আবুল কালাম শেখের ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ মারা যায়।
বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক অটল কুমার সাহা বলেন, সকাল সাড়ে ১১টার দিকে আকাশ শেখ তার খেলনায় বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হলে দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেয়। আকাশকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার এ মর্মান্বিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. স্বপন কুমার বলেন, স্কুল ছাত্র আকাশকে দুপুর ১২ টার দিকে হাসপাতালে আনে। হাসপাতালে আনার আগেই মারা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা