২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৯০ বছর বয়সেও রিকশা চালাতে হয় বৃদ্ধ জয়নালের

জয়নাল বেপারী - নয়া দিগন্ত

নাম জয়নাল বেপারী। বয়স এখন প্রায় ৯০ বছর। ১৯৩০ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় মাত্র চার বছর বয়সে বাবাকে হারিয়ে চাচাদের কাছে বড় হয়েছেন। জীবনের তাগিদেই পড়ালেখা করা হয়ে ওঠেনি বেশিদূর। এক সময় চলে আসেন ঢাকায়। শুরু করেন রিকশা চালানো।

জয়নাল বেপারীর কোনো আপন ভাই বোন নেই। বিয়ে করেছেন দুইটা। তার প্রথম স্ত্রীর ঘরে ২ টা ছেলে ছিল। কিন্তু তারা মারা গেছে। আর দ্বিতীয় স্ত্রীর ঘরে ১ ছেলে ১ মেয়ে। দূর্ভাগ্যজনকভাবে ছেলেটা অসুস্থ থাকে বেশিরভাগ সময়। মেয়ে বিয়ে দিয়েছিলেন কিন্তু মেয়ের স্বামীও মারা গেছে। সব দিক দিয়ে ভাগ্য তার বিপরীতে।

অন্য কেউ উপার্জনক্ষম না থাকায় এ বয়সেও সংসার চালানোর জন্য তাকে রিকশা চালাতে হয়। তিনি অধিকাংশ সময় বুয়েটে রিকশা চালান। বয়সের ভারে নুয়ে পড়া ব্যক্তিটি এখন আর আগের মতো রিকশাও চালাতে পারেন না। ধীর গতি আর চোখে কম দেখার কারণে কেউই তার রিকশা ভাড়া নিতে চায় না।

রিকশা চালিয়ে সারাদিনে তিনশ থেকে সাড়ে তিনশ টাকা আয় করেন তিনি। কিন্তু তা দিয়ে সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। এজন্য মানুষের দান ও যাকাতের উপর চলতে হয় তাকে।

তিনি জানান, ৬-৭টা লোক আমার উপরই নির্ভর করে আছে। শেষ বয়সে আমি এখনো রিকশা চালাই। দেড় লাখ টাকা সুদের দেনা আছি। সন্ধ্যার পর ঠিক মতো চোখেও দেখি না। চোখের চশমাটা ঠিক মতো কাজ করে না। শেষ বয়সটাতে আমি একটু বিশ্রাম করে নামাজ রোজা করে পার করে দিতে চাই। তাই সমাজের বিত্তবানদের সাহায্য চাই।


আরো সংবাদ



premium cement