২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মদনপুরে পুলিশের উপর হামলা : খলিল মেম্বারসহ ১১ জন জেলহাজতে

-

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও ভাংচুর মামলায় ১১ জনকে জেলা হাজতে পাঠিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

উচ্চ আদালত থেকে জামিনে থাকার পর মেয়াদের শেষ গতকাল রোববার নি¤œ আদালতে আত্মসমর্পন করলে মদনপুর চাঁনপুর এলাকার মৃত এলাহী বক্সের ছেলে খলিলুর রহমান ওরফে খলিল মেম্বার, ফাহাদ, মো: দিপু, অপু, মো: মুন্না, কানা মতিনের ছেলে সুজন, মৃত দুদু সরদারের ছেলে কামাল হোসেন, জামাল উদ্দিনের ছেলে মাইনুদ্দিন, মো: শরাফত আলীর ছেলে আরিফ, মারুফ, এছাকের ছেলে মনিরকে জেলহাজতে পাঠান।

গত ১২ জানুয়ারি বন্দরের চানপুর এলাকায় ওয়ারেন্টের আসামি গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। এ সময় খলিল মেম্বারের লোকজন আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। আসামি পক্ষের সন্ত্রাসীরা পুলিশের দু’টি গাড়ি ভাংচুর করে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আসামিপক্ষের লোকজন ও স্থানীয়রা পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করে। এতে ঘটনাস্থলে ৪ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় আশিক নামের এক যুবক নিহত হন।

এ ঘটনায় বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক মো: আলী বাদী হয়ে খলিল মেম্বারসহ ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পান।

রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement

সকল