১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

মাশরাফি আমার ভাই, বন্ধু, ক্যাপ্টেন : মাহমুদুল্লাহ

মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদ - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশের হয়ে সর্বোচ্চ ৮৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর এর মধ্যে সর্বোচ্চ ৫০টি ম্যাচে জয় পায় বাংলাদেশ।

জাতীয় দলের এ সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ককে নিয়ে আপপামর ক্রিকেটভক্তরা। দেশ-বিদেশের অনেক তারকা ক্রিকেটারও তাকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

জাতীয় দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক স্টাটাসে লিখেছেন, ‘আমার ভাই, আমার বন্ধু এবং আমার ক্যাপ্টেন। আপনার অধিনায়কত্বে খেলতে আমি সবসময় স্বাচ্ছন্দ্য ভোগ করেছি।

এই পোস্টে রিয়াদ আরও লেখেন, ‘আপনার সাথে মাঠে এবং মাঠের বাইরে আমার যে বন্ধন ছিল সত্যিই স্পেশাল। আপনাকে অভিনন্দন, আমার পথ চলায় গুরুত্বপূর্ণ সমর্থনের জন্য। আপনি আমার অধিনায়ক। আপনার প্রতি আমার ভালবাসা ও শ্রদ্ধা আছে ও থাকবে।’


আরো সংবাদ



premium cement