টুইটারে ট্রোলড উমর আকমল
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১২, আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202002/482009_125.jpg)
এবারই প্রথম নয়, আগেও এই ধরণের ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার উমর আকমল। তার ইংরেজি জ্ঞান নিয়ে তখন প্রশ্নও উঠেছে। তবে এইবার তিনি জড়িয়ে ফেলেছেন আরেক সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাককে। তাকে ভাই বলতে গিয়ে 'মা' বলে ফেলেছেন আকমল। আর তাতেই সামাজিক মাধ্যমে ভয়ঙ্করভাবে ট্রোলড হচ্ছেন তিনি।
এক সময়ের সতীর্থ আবদুল রজ্জাকের সাথে একটি ছবি শেয়ার করে উমর আকমল টুইটারে লিখেছিলেন, ‘মাদার ফ্রম অ্যানাদার ব্রাদার’। বাংলায় যার অর্থ দাড়ায়, রাজ্জাক তার অন্য ভাইয়ের মা!
আসলে তিনি ইংরেজিতে বহুল প্রচলিত এক শব্দবন্ধনী লিখতে গিয়েছিলেন। সরাসরি সম্পর্কিত কোনো বন্ধুর সাথে নিজের হৃদ্যতা বোঝাতে ইংরেজিতে লেখা হয়, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। আমার অন্য মায়ের ঘরের ভাই।
কিন্তু তিনি মাদার ও ব্রাদার গুলিয়ে ফেলায় সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হচ্ছেন। টুইটারে বিষয়টি ভাইরাল হয়ে যেতেই উমর টুইটটি ডিলিট করে ফেলেন। তবে স্ক্রিনশট রয়ে গেছে আর তা নিয়ে ট্রোলিংও চালু রয়েছে সামাজিক মাধ্যমে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা