মুশফিকের মত একই সুর শামসুরের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৫১
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৮তম ম্যাচে গতরাতে রাজশাহী রয়্যালসের কাছে ৭ উইকেটে হারে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। চট্টগ্রামের মাটিতে শেষ দু’ম্যাচেই হারলো খুলনা। অথচ হ্যাট্টিক জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলো খুলনা।
ঢাকায় নিজেদের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল খুলনা। ৮ উইকেটে টুর্নামেন্টের ফেভারিট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারায় তারা। ঢাকায় এক ম্যাচ খেলে চট্টগ্রামে আসে খুলনা। চট্টগ্রামের মাটিতেও দুরন্ত ছিলো মুশফিকুর রহিমের দল। পরপর দু’ম্যাচ জিতে তারা। রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে ও রংপুর রেঞ্জার্সকে ৮ উইকেটে হারায় খুলনা। কিন্তু নিজেদের চতুর্থ ম্যাচে এসে হোচট খায় খুলনা। সিলেট থান্ডারের কাছে ৮০ রানে ম্যাচ হারে খুলনা। ঐ ম্যাচ হারের পর খুলনার অধিনায়ক মুশফিক প্রথমবারের মত সংবাদ সম্মেলনে আসেন।
প্রথম হারের পর মুশফিক বলেন, ‘টুর্নামেন্টটা জমিয়ে দিলাম আরকি। আমি ড্রেসিং রুমে বলছিলাম যে, খেলাটা আমরা আবার জমিয়ে দিলাম।’
প্রথম হারের স্বাদ পেলেও, পরের ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দেন মুশফিক। কিন্তু গতকাল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচেও হারতে হয় খুলনাকে। রাজশাহী রয়্যালসের কাছে ৭ উইকেটে হার মানে খুলনা।
চট্টগ্রাম পর্বে শেষ ম্যাচে হারের পর এবার সংবাদ সম্মেলনে আসেন খুলনার ব্যাটসম্যান শাসমুর রহমান। প্রথমে ব্যাট হাতে নেমে ৬০ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পরও শামসুরের ৪৬ বলে ৫৫ রানের সুবাদে ৯ উইকেটে ১৪৫ রানের সম্মানজনক সংগ্রহ পায় খুলনা। স্বল্প পুঁজি নিয়ে লড়াই করতে না পারা খুলনা ম্যাচ হারে ৭ উইকেটে। হারের পর সংবাদ সম্মেলনে আসেন শামসুর। মুশফিকের মত একই সুরে কথা বললেন তিনিও। শামসুর বললেন, ‘পয়েন্ট টেবিল না জমলে টুর্নামেন্ট মজা লাগবে না। একটু জমিয়ে দিলাম, একটু খেললাম আর কি।’
টপ-অর্ডার ব্যাটসম্যান হয়েও, দলের প্রয়োজনে মিডল-অর্ডারে খেলেন শামসুর। এতে কোন সমস্যা মনে করছেন না তিনি, ‘আমি এমন একজন খেলোয়াড়, ছোটবেলা থেকেই কোচের কাছ থেকে শিখেছি দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাটিং করা। অনুশীলনেও চেষ্টা করি সেভাবে খেলার। যেহেতু আমি টপ অর্ডার ব্যাটসম্যান, তো অবশ্যই ওইখানে খেলতে পারলে ভালো লাগবে।’
৫ খেলায় ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট সংগ্রহে রয়েছে খুলনার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা