২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দ. আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো ভারত

-

ভারতের বিপক্ষে তিন টেস্টের তৃতীয়টিও শেষ হলো। যেন মুক্তি পেলো দক্ষিণ আফ্রিকা! কারণ কোনো ম্যাচেই ভারতের সামনে দাঁড়াতে পারেনি তারা। লজ্জায় ডুবেছে প্রতি ম্যাচেই। তৃতীয় ম্যাচটি যেন সবচেয়ে বেশি লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছিল তাদের। তৃতীয় দিনই হার নিশ্চিত ছিল তাদের। চতুর্থ দিন সকালে মাত্র এক রান যোগ করেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের কাছে এক ইনিংস ও ২০২ রানে হারলো তারা। এর ফলে হোয়াইটওয়াশ হলো প্রোটিয়ারা। এর আগে দুটি টেস্টেও বড় ব্যবধানে হেরেছে তারা।

তৃতীয় দিন ফলোঅনে পড়ে ৮ উইকেটে ১৩২ রান করে দিনশেষ করে দক্ষিণ আফ্রিকা। হারটা অনুমিতই ছিল। কিন্তু এতোটা লজ্জাজনক হবে- তা হয়ত জানা ছিল না প্রোটিয়াদের। চতুর্থ দিন সকালে মাত্র ১ রান যোগ করেই ১৩৩ রানে গুটিয়ে যায় দলটি।

সকালে থিউনিস দে ব্রুইন ও এনরিক নরট জি ব্যাট করতে নামলে শাহবাজ নাদিমের বলে সাজঘরে ফিরেন ব্রুইন। পরের বলেই প্রোটিয়াদের কফিনে শেষ পেরেক ঠুকেন নাদিম। সাজঘরে ফেরান লুঙ্গি এনডিগিকে। ফলে শেষ হয় তৃতীয় টেস্ট। ভারতের হাতে হোয়াইটওয়াশ হয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে প্রথম টেস্টে ২০৩ রানে হারে প্রোটিয়ারা। দ্বিতীয়টিতে হারে ১৩৭ রানে।

পুরো সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যান অব দ্য সিরিজ ও ম্যান অব দ্য ম্যাচ হন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলি বলেন, 'অসাধারণ খেলেছি আমরা।'


আরো সংবাদ



premium cement
‘নানা গুজবে’ সেন্টমার্টিনে বিধিনিষেধ বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা না’গঞ্জের পপি হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটি গঠিত চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে শতাধিক মার্কেট যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার পল্লবী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুব কুবির সাথে ইবনে সিনা ট্রাস্টের চুক্তি, ২৫ শাখায় মিলবে সেবা এলাকাবাসীকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে কায়কোবাদের খোলা চিঠি ধলেশ্বরী নদীর মোল্লারহাট ফেরিঘাট অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী

সকল