১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

দ. আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো ভারত

-

ভারতের বিপক্ষে তিন টেস্টের তৃতীয়টিও শেষ হলো। যেন মুক্তি পেলো দক্ষিণ আফ্রিকা! কারণ কোনো ম্যাচেই ভারতের সামনে দাঁড়াতে পারেনি তারা। লজ্জায় ডুবেছে প্রতি ম্যাচেই। তৃতীয় ম্যাচটি যেন সবচেয়ে বেশি লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছিল তাদের। তৃতীয় দিনই হার নিশ্চিত ছিল তাদের। চতুর্থ দিন সকালে মাত্র এক রান যোগ করেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের কাছে এক ইনিংস ও ২০২ রানে হারলো তারা। এর ফলে হোয়াইটওয়াশ হলো প্রোটিয়ারা। এর আগে দুটি টেস্টেও বড় ব্যবধানে হেরেছে তারা।

তৃতীয় দিন ফলোঅনে পড়ে ৮ উইকেটে ১৩২ রান করে দিনশেষ করে দক্ষিণ আফ্রিকা। হারটা অনুমিতই ছিল। কিন্তু এতোটা লজ্জাজনক হবে- তা হয়ত জানা ছিল না প্রোটিয়াদের। চতুর্থ দিন সকালে মাত্র ১ রান যোগ করেই ১৩৩ রানে গুটিয়ে যায় দলটি।

সকালে থিউনিস দে ব্রুইন ও এনরিক নরট জি ব্যাট করতে নামলে শাহবাজ নাদিমের বলে সাজঘরে ফিরেন ব্রুইন। পরের বলেই প্রোটিয়াদের কফিনে শেষ পেরেক ঠুকেন নাদিম। সাজঘরে ফেরান লুঙ্গি এনডিগিকে। ফলে শেষ হয় তৃতীয় টেস্ট। ভারতের হাতে হোয়াইটওয়াশ হয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে প্রথম টেস্টে ২০৩ রানে হারে প্রোটিয়ারা। দ্বিতীয়টিতে হারে ১৩৭ রানে।

পুরো সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যান অব দ্য সিরিজ ও ম্যান অব দ্য ম্যাচ হন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলি বলেন, 'অসাধারণ খেলেছি আমরা।'


আরো সংবাদ



premium cement
ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচার হাসিনার বিচার দেখতে চায় জনগণ : সারজিস পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : উপদেষ্টা মাতৃভূমিতে নারী শিক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মালালা দোহারে ব্যাচ-৭৫ পুনর্মিলনী অনুষ্ঠান খুলনাকে ১৭৯ রানের টার্গেট দিলো রাজশাহী ঢাকা মেডিক্যালের মর্গে জুলাই অভ্যুত্থানের ৬ বেওয়ারিশ লাশ পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি নতুন বছরে মাঠে নামতে মায়ামিতে মেসি ফকিরহাটে লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শ্রমিকদের স্বৈরাচারের সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রিপনের মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু

সকল