২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

একাই ৬ উইকেট নিলেন রাব্বি

উইকেট শিকারের পর সতীর্থদের সাথে উদযাপন করতে আসছেন রাব্বি - ক্রিকইনফো

জাতীয় লিগে ছয় উইকেট শিকার করলেন বরিশালের কামরুল ইসলাম রাব্বি। আজ রাজশাহীতে সিলেটের বিপক্ষে মাঠে নামে তারা। এর আগে দুইদিন বৃষ্টির কারণে অল্প সময়ের জন্য মাঠে গড়িয়েছিল খেলা। দ্বিতীয় দিন দুটি উইকেট শিকার করেছিলেন রাব্বি। আজ এর ডাবল, চারটি উইকেট শিকার করেন। মোট ছয়টি উইকেট তার ঝুলিতে। তার এই দুর্ধর্ষ বোলিংয়ের শিকার হয়ে প্রথম ইনিংসে ৮৬ রানে গুটিয়ে যায় সিলেট।

এর আগে গতকাল মিরপুরে চট্টগ্রামের ছয়জন ব্যাটসম্যানকে একাই কাবু করেন ঢাকার আরাফাত সানি। ৮৭ বলে উইকেটগুলো ঝুলিতে পুরেন।

আর আজ রাব্বি ১৬.১ ওভার বল করে ছয় উইকেট শিকার করেন ২৪ রানে। মেডেন ওভার দিয়েছেন পাঁচটি।

এখন ১১ রানের লিড নিয়ে ব্যাট করছে বরিশাল। সংগ্রহ ১ উইকেটে ৯৭ রান।


আরো সংবাদ



premium cement