দুর্দান্ত জয় তুলে নিলো অস্ট্রেলিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫
অ্যাশেজের চতুর্থ টেস্টে খেলার জন্য নিজকে ফিট প্রমান করতে ডার্বিশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে তার পরীক্ষার ম্যাচে বড় জয়ই পেয়েছে অস্ট্রেলিয়া। তিন দিনের প্রস্তুতি ম্যাচে ডার্বিশায়ারকে ইনিংস ও ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে অসিরা। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের আগে জয় দিয়ে বেশ ভালভাবে প্রস্তুতি সেরে নিল অস্ট্রেলিয়া।
নিজেদের মাটিতে টস জিতে প্রথমে ব্যাট করে ১৭২ রানে অলআউট হয় ডার্বিশায়ার। এরপর তিন ব্যাটসম্যানের হাফ-সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৩৮ রানে নিজেদের ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ১৬৬ রানের লিড পায় অসিরা। এই ইনিংসে ব্যাট হাতে নেমে ৩৮ বলে ২টি চারে ২৩ রান করেন স্মিথ।
প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ১১২ রানে অলআউট হয় ডার্বিশায়ার। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩৯ রানে ৪টি ও পিটার সিডল-মিচেল মার্শ ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১ ওভার বল করে ৫ রান দেন স্মিথ।
ম্যানচেস্টারে আগামী ৪ সেপ্টেম্বর হবে সিরিজের চতুর্থ টেস্ট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা