২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্টিভ বাকনারকে দেখে আম্পায়ার হতে চেয়েছি : আলিম দার

-

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী আম্পায়ার স্টিভ বাকনারকে দেখে আম্পায়ার হতে উৎসাহ পেয়েছেন বলে জানিয়েছেন আইসিসির এলিট প্যানেলভূক্ত আম্পায়ার আলিম দার। লাহোরে তার উদ্দেশ্যে দেয়া এক সংবর্ধনায় আলিম দার আরো বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত কমপক্ষে ২০ জন আম্পায়ারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা।

ঘরোয়া ম্যাচের জন্য আম্পায়ারিং ফি বাড়িয়ে ১০ হাজার টাকা করার দাবি জানান আলিম দার। তিনি বলেন, বেতন বাড়লে কাজের প্রতি আরও বেশি মনোযোগ বাড়ে। আরও বেশি লোক পেশা হিসেবে আম্পায়ারিংকে বেছে নেয়ার আগ্রহ দেখাবে।

গত ১৫ বছর ধরে আম্পায়ারিং করা আলিম দার আরও বলেন, আমাকে ‘ফখর-ই-পাকিস্তান’ হিসেবে উপাধিতে সম্মানিত করা হলেও আমি একজন পাকিস্তানি হিসেবেই বেশি গর্বিত।

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার স্টিভ বাকনারের সঙ্গে রেকর্ড ১২৮ টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেছেন আলিম দার। ২০৬টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করছেন পাকিস্তানের এ আম্পায়ার। তবে সব ফরম্যাট মিলিয়ে ম্যাচ সংখ্যায় বিশ্ব রেকর্ড তারই দখলে।

২০০৩ সালের অক্টোবরে ঢাকায় বাংলাদেশ বনাম ইংল্যান্ড টেস্টে আম্পায়ার হিসেবে অভিষেক হয় আলিম দারের। ৫১ বছর বয়সী পাকিস্তানের এ আম্পায়ার ইতিমধ্যে তিন ফরম্যাটের ক্রিকেটে ৩৭৭ ম্যাচে দায়িত্ব পালন করেছেন।


আরো সংবাদ



premium cement