২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাই তোলা নিয়েও মজা সরফরাজের

হাই তোলা নিয়েও মজা সরফরাজের - ছবি : সংগ্রহ

প্রায় সাত দিন অতিক্রান্ত। ওল্ড ট্র্যাফোর্ডে উইকেটের পিছনে দস্তানা হাতে তার হাই তোলার মুহূর্তের ছবি এখনো ট্রেন্ডিং ইন্টারনেট দুনিয়ায়। কিন্তু যার হাই তোলাকে কেন্দ্র করে এত কাণ্ড এত মিম, সেই পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ কিন্তু তার হাই তোলার ঘটনায় যথেষ্ট ইতিবাচক।

এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে হার কিংবা ফিটনেস সংক্রান্ত ইস্যুতে বিন্দুমাত্র বিচলিত নন। বরং দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলন নিয়ে তাকে নিয়ে তৈরি হওয়া হাজারো মিমের পালটা দিলেন স্বকীয় ঢঙেই। স্পষ্ট জানালেন, হাই তোলা খুবই সাধারণ একটি ঘটনা। বিশ্বব্যাপী ক্রিকেট অনুরাগীদের বিদ্রুপ প্রসঙ্গে শনিবার সংবাদ সম্মেলনে সরফরাজ জানালেন, ‘হাই তোলা সাধারণ একটি ঘটনা, আমি কোনো পাপ করিনি। যদি তার হাই তোলার ঘটনা মানুষের অর্থ উপার্জনের রাস্তা করে দেয়, তাহলে সেটা খুবই ভালো ব্যাপার।’

ভারতের বিরুদ্ধে হারের পর অনুরাগী থেকে শুরু করে দেশের প্রাক্তন ক্রিকেটারদের একের পর এক সমালোচনায় এমনিতেই বিদ্ধ হচ্ছিলেন পাক অধিনায়ক। তার উপর কাটা ঘায়ে নুনের ছিঁটের মতো সঙ্গী হয় তার ফিটনেস ইস্যু। গত সাত দিন ধরে মিম লাভারদের কাছে হটকেকের মতো বিকোতে থাকে সরফরাজের হাই তোলার মুহূর্তের ছবি এবং তার ফিটনেস ইস্যু। কিন্তু ভারত ম্যাচ ভুলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে বাইশ গজে হাই তোলার ঘটনাকে ‘সাধারণ ঘটনা’ আখ্যা দিয়ে পালটা মিমারদের কটাক্ষ ছুঁড়ে দিলেন পাকিস্তানি দলনায়ক।

উল্লেখ্য ভারতে বিরুদ্ধে ম্যাচ হারের পর সরফরাজকে ‘মস্তিষ্কহীন অধিনায়ক’ হিসেবে অভিহিত করে ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে তার প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের তুলোধনা করেন প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার। তবে পাকিস্তান অধিনায়ক নিজেকে একা কাঠগড়ায় না তুলে দলের ছেলেদের হুঁশিয়ার বার্তায় জানান যে দেশে তিনি একা ফিরবেন না। সবমিলিয়ে ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকে সরফরাজকে ঘিরে অপেক্ষা করেছিল পরতে পরতে নাটক। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই নাটকের পর্দা টানতে চাইলেন পাকিস্তান দলনায়ক।

৫ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নয় নম্বরে থাকা পাকিস্তানের রোববারের লড়াই লিগ টেবিলে আটে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নক-আউটের দৌড়ে টিকে থাকতে হলে ওভালে জয় অবশ্যম্ভাবী। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে কতটা উজ্জীবিত ক্রিকেট উপহার দিতে পারে সরফরাজ অ্যান্ড কোম্পানি, সেটাই এখন দেখার বিষয়।


আরো সংবাদ



premium cement
‘শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের অনুকম্পায় দল গঠন করছে না’ সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিল গ্রেফতার এনডিএম ও গণধিকার পরিষদের সাথে বিএনপির লিয়াজোঁ বৈঠক বিনা শর্তে দাবি মেনে নেয়ার আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর সড়ক ছাড়ল শ্রমিকরা রেমিট্যান্স বাড়ায় দেশের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দক্ষিণ সুদান সরকারকে বিরোধ নিষ্পত্তির নোটিশ এস আলম গ্রুপের, নইলে আন্তর্জাতিক সালিশির হুমকি একনেকে ১ হাজার ৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন সালাহর চমকে উড়ল লিভারপুল ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৭২ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী চীন

সকল