ইংল্যান্ড দলে স্বস্তি; প্রথম ম্যাচেই খেলতে পারবেন উড
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০১৯, ১০:৪৬, আপডেট: ২৮ মে ২০১৯, ১০:৫৪
মার্ক উডকে নিয়ে স্বস্তির খবর পেলো ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলার ছাড়পত্র পেয়েছেন ইংল্যান্ড পেসার উড। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র সোমবার এ কথা জানিয়েছেন।
গত শনিবার সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুশীলন ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ের পাতার ইনজুরিতে পড়েন ইংলিশ তারকা উড। এরপরই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
ক্যারিয়ারে বেশ কয়েকবার পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েছেন উড। তাই এবারও তাকে নিয়ে দলের চিন্তাটা বেশি ছিল। তবে হাসপাতালে নিয়ে স্ক্যান করার পর মিলেছে স্বস্তির খবর। ডাক্তাররা তাকে ওভালে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলার ছাড়পত্র দিয়েছেন।
এর আগে সোমবার আফগানিস্তানের বিপক্ষে দলের দ্বিতীয় ও শেষ অনুশীলন ম্যাচের আগে কিছুক্ষণ বোলিং করেছেন উড। তবে ম্যাচে খেলতে মাঠে নামেননি তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ডের দ্রুততম বোলারদের একজন হয়ে উঠেছেন উড। সূত্র : বাসস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা