আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে কুমিল্লার ৬ নেতা
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ডিসেম্বর ২০১৯, ২০:২৯
বাংলাদশে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন কুমিল্লার ছয় নেতা। এর মধ্যে উপদষ্টা পরিষদে চারজন, প্রেসিডিয়ামে একজন এবং সম্পাদকমণ্ডলীতে আছেন একজন।
শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শেষে দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন এই কমিটিতে উপদেষ্টা পরিষদে আছেন কুমিল্লার চার নেতা। তারা হলেন- সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার সফিক আহমেদ, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান এবং ফখরুল ইসলাম মুন্সী।
কমিটিতে আবারও প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক আইনমন্ত্রী অ্যাভোকেট আবদুল মতিন খসরু। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর। সূত্র : ইউএনবি