শনিবার বাংলাদেশে আসছেন ব্রিটিশমন্ত্রী
- কূটনৈতিক প্রতিবেদক
- ০৫ এপ্রিল ২০১৯, ১৯:০৩
এশিয়া-প্যাসেফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড দুই দিনের সফরে শনিবার ঢাকা আসছেন। সফরকালে তিনি সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও উচ্চ শিক্ষার ওপর গুরুত্ব দেবেন।
শুক্রবার ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা সফরের সময় মার্ক ফিল্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর সাথে মার্ক ফিল্ডের এটি প্রথম বৈঠক। বৈঠকে মধ্য আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশকে দেয়া ব্রিটিশ সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার ইস্যুগুলো তুলবেন মার্ক ফিল্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য বেশ কয়েকটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের সাথে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ক্যাম্পাস স্থাপনের এ প্রক্রিয়া আরো দ্রুততর করার উপায় নিয়ে প্রতিমন্ত্রী আলোচনা করবেন।
সফর উপলক্ষে মার্ক ফিল্ড বলেছেন, মধ্য আয়ের দেশের মর্যাদা লাভের পথে বাংলাদেশে দ্রুত পরিবর্তন আসছে। দক্ষ জনশক্তি ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে দুই দেশে একসাথে কাজ করতে পারে। ব্রিটেনে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে মার্ক ফিল্ড বাংলাদেশ ক্রিকেট দলের সাথেও সাক্ষাত করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা