সুনাগরিক তৈরিতে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ মার্চ ২০২০, ০০:০০
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পাঠক্রমবহির্ভূত কার্যক্রমে আরো গুরুত্ব প্রদান করতে হবে। শিক্ষার্থীরা যেন আগামী দিনের সফল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ করে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরকেও এগিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার ঢাকায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশের শিক্ষার্থীদের সফল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আরো বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে যাতে তারা দৃঢ় মনোবল নিয়ে বেড়ে উঠতে পারে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সত্যব্রত সাহার সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী কদর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা