বড়দিনে সন্ত্রাসবাদেরঝুঁকি নিয়ে সতর্ক করল ব্রিটেন
- কূটনৈতিক প্রতিবেদক
- ২৫ ডিসেম্বর ২০১৯, ০০:৪৪
খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সন্ত্রাসবাদের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে ব্রিটেন।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ সরকারের বৈদেশিক ভ্রমণ পরামর্শবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা খুবই প্রবল। এই ঝুঁকি দেশব্যাপী বিস্তৃত। চলতি বছর পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা হামলা চালানো হয়েছে। খুলনা শহরে আওয়ামী লীগ কার্যালয়েও বোমা হামলা হয়েছে। ধর্মীয় সমাবেশ, রাজনৈতিক র্যালি, জনাকীর্ণ অঞ্চল, পুলিশ ও নিরাপত্তাকর্মীদের উপস্থিতি রয়েছে এমন এলাকা এবং বিদেশীদের সমাগম স্থানগুলোতে ভবিষ্যতে হামলার ঝুঁকি রয়েছে।
বার্তায় সন্ত্রাসী আক্রমণের ঝুঁকি রয়েছে এমন এলাকাগুলো এড়িয়ে যাওয়া বা সতর্কতার সাথে চলাফেরা করা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে। এতে বলা হয়, বড়দিন উপলক্ষে গির্জায় যাওয়া ব্যক্তিদের তল্লাশিসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গত ২৩ ডিসেম্বর একটি নোটিশে জানিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা