০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

ঢাবিতে ‘ডিউক অব এডিনবরার ১০ বছর পূর্তি উদযাপন

দি ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইন বাংলাদেশের ১০ বছর পূর্তিতে মিট দ্যা প্রেস : নয়া দিগন্ত -

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের’ ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে অ্যাওয়ার্ড লিডারদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল জন মে, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ট্রাস্টি বোডের্র চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ছাত্র-নির্দেশনা ও পরামর্শ দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবিন হক।
স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মেহজাবিন হক বলেন, এই অ্যাওয়ার্ডের আওতায় আমরা সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। কারণ এ শিক্ষার্থীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে আমাদের অ্যাওয়ার্ড লিডাররা। আর এটা আমাদের অনেক বড় একটা অর্জন। কারণ আমাদের অধীনে যে সব শিক্ষার্থী ছিল তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন।
দ্য ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল জন মে বলেন, আমি এই প্রথম বাংলাদেশে এসেছি ‘দ্য ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের কারণে’ এবং আমি বাংলাদেশকে ভালোবেসে ফেলেছি।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, এই কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ এবং ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করবে। সেই সাথে তাদের আচরণ ও দৃষ্টিভঙ্গিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আরো সংবাদ



premium cement
২৪ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধের দাবি বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে ৮৩ শতাংশ নাটোর জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক আজিজ, সদস্য রঞ্জু বিশ্ব ইজতেমার দুই কিলোমিটারের মধ্যে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা তারেক রহমানের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাইমা রহমান চট্টগ্রামে ৩ পাহাড়ি উপজাতি সন্ত্রাসী আটক পুলিশের কাছ থেকে সুজানগর আওয়ামী লীগ সভাপতিকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা লালপুরে শিক্ষার্থী প্রার্থনার পাশে দাঁড়ালেন তারেক রহমান খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি চট্টগ্রামে ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে নেয়া সেই যুবদলনেতা বহিস্কার অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

সকল